এদের জন্য তৈরি বা শুকনো খাবার দিন।

এদের জন্য তৈরি বা শুকনো খাবার দিন।

চঞ্চল কুমার ভৌমিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,জলঢাকা,নীলফামারী। আগষ্ট ১৪,২০১৭।
দেশে বিত্তবান মানুষের অভাব নাই, তারা বিভিন্ন সামাজিক কাজে সহায়তাও করেন। তবে আমি দেখেছি বন্যা শেষ হয়ে যাওয়ার পরে অনেক আনুষ্ঠানিকতা করে তাদের অনেকে ত্রাণ দেন বিশেষ করে শুকনো খাবার। যেটা হয়তো তখন আর দরকার নেই। বিত্তবানদের প্রতি আহবান যদি ত্রাণ দিতে চান, সময় এখনই। বন্যা কবলিত এলাকায় হয়তো অনেকের ঘরে চাল আছে কিন্তু রান্নার জায়গা নেই। অনেক অবস্থাপন্ন মানুষও ঘরবাড়ি ডুবে অসহায় হয়ে পড়েছে। ত্রাণ নিতে যেতেও লজ্জা পাচ্ছে এবং না খেয়ে আছে। এদের জন্য তৈরি বা শুকনো খাবার দিন।

One thought on “এদের জন্য তৈরি বা শুকনো খাবার দিন।

  1. আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।

Leave a Reply to kabir humayun Cancel reply

Your email address will not be published. Required fields are marked *