আমার বন্ধু খোকন

আমার বন্ধু খোকন

আখতারুজ্জামান পলাশঃ রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৭ ব্যাচের চৌকস মেধাবী ছাএ নুরুন্নবী সরকার খোকনের আজ ৩য় মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়।মৃত্যুর যে কোন সময় অসময় নাই খোকন তার উদাহরন।স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি তার খুব কাছাকাছি ছিলাম। কোন দিন মনে পরে না তার মুখ থেকে একটি মিথ্যা কথা শুনেছি কিংবা কাউকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করতে হবে এরকম মনোভাবও তার ছিল না। আমাদের এস.এস.সি ৯৭ ব্যাচের বন্ধুদের মধ্যে সে প্রথমবার বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কিন্তু খোকন আমাদেরকে অনেকটা জোর করে রাজশাহী নিয়ে গিয়ে নিজের রুমটা গণরুমে পরিনত করে বন্ধুদের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা করে দেয়। আর সে রুম ছেড়ে থাকত তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের রুমে। তার এই মহান ত্যাগে সেই সময় প্রায় ১৬-১৭ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। আজকে তার বন্ধুরা অনেকে খুব ভাল চাকরি করে ভাল অবস্থানে আছে। কিন্তু খোকন আমাদের মাঝে নেই। আসলে জন্ম-মৃত্যু সব আল্লাহর হাতে। পরিশেষে এই কথাটুকুই বলতে চাই, যে মানুষটি মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করেছে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতবাসী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *