বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ব্রাজিল: তিতে

বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ব্রাজিল: তিতে

Rajarhatbd.com
May 16, 2018 admin
নিউজ ডেস্কঃ
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করেই কোচ তিতে আরও একটি ঘোষণা দিয়ে দিলেন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপের অন্যতম ‘ফেবারিট’ তাঁর দল।

ব্রাজিল কেন ফেবারিট তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন, ‘ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ব্রাজিল অন্যতম ফেবারিট। ধারাবাহিকতার বিচারেও।’
এটা যে কথার কথা নয়, কিংবা তাঁর কোনো দম্ভোক্তি নয়, ব্রাজিল কোচ জানিয়েছেন সেটাই, ‘আমি বিশ্বাস করেই এ কথা বলছি। আমার এই কথাকে কেউ যেন দম্ভোক্তি মনে না করেন।’

নেইমারকে নিয়েই বিশ্বকাপের ২৩ জনের স্কোয়াড তৈরি করেছেন তিতে। গত ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ লিগের একটি ম্যাচে পায়ের পাতার হাড় ভেঙে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে ব্রাজিলের মহাতারকা। বিশ্বকাপের আগেই তিনি ম্যাচ খেলার উপযুক্ত হয়ে উঠবেন বলেই মনে করেন ব্রাজিল দল চিকিৎসক রদ্রিগো লাসমার। নেইমারের কারণে ব্রাজিলকে শক্তিশালী দলই বলছেন তিতে, ‘নেইমারের অন্তর্ভুক্তিতে আমরা বেশ ভালোই শক্তিশালী দল। সে বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন। সে এই মুহূর্তে তাঁর ক্যারিয়ারের সেরা সময় অতিক্রম করছে। তবে তাঁকে ঘিরে একটি শক্তিশালী দলই দরকার।’

তিতের একমাত্র আক্ষেপ হয়ে থাকছেন দানি আলভেজ। নিতান্তই দুর্ভাগ্যজনক এক চোটের শিকার হয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকা হচ্ছে না পিএসজির এই অভিজ্ঞ তারকার। তবে আলভেজের অনুপস্থিতি দানিলো আর ফাগনারকে দিয়ে তিতে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন।