কুড়িগ্রামে পুলিশ কর্মকর্তাদের নিয়ে শিশু আইন-২০১৩ শীর্ষক প্রশিক্ষণ

কুড়িগ্রামে পুলিশ কর্মকর্তাদের নিয়ে শিশু আইন-২০১৩ শীর্ষক প্রশিক্ষণ

হুমায়ুন কবির সূর্য্য,
কুড়িগ্রামে শিশুদের নিরাপত্তায় পুলিশ কর্মকর্তাদের নিয়ে শিশু আইন-২০১৩ শীর্ষক দু’দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপার হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম ডিএসবি’র ডিআইও শাহ আলম। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, ট্রেনিং অফিসার রাহেনা চৌধুরী, এড.মোহাব্বত বিন খন্দকার প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ‘আইনের সংস্পর্শে আসা এবং আইনের সাথে সংঘাতে জড়িত হওয়া শিশুদের প্রতি প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন প্রকল্প’ এর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার ১১টি থানার শীর্ষ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়নে থানাগুলোতে পুলিশ কর্মকর্তা ও শিশুবান্ধব সমাজকর্মীদের মাধ্যমে শিশু কল্যাণ ডেক্স স্থাপন করা হবে বলে প্রকল্প সূত্র জানিয়েছে।