রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন আইয়ুব আলী সরকার

রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন আইয়ুব আলী সরকার

নিউজ ডেস্কঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে অবস্থিত ‘পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার এবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ এর রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগেও জেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং উপজেলা পর্যায়ে ৪বার শ্রেষ্ট শিক্ষকের মর্যাদা পান তিনি।
জানা যায়, ইতিপুর্বে ‘পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি টানা ৬ বার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে । এবার সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় স্কুলে যেন আনন্দের বন্যা বইয়ে গেছে। শিক্ষার্থীসহ অভিভাবকরা গর্বিত এমন শিক্ষককে পেয়ে। প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার ১৯৯১ সালে এই বিদ্যালয়ের মাধ্যমে তার শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর বিভিন্ন স্কুলে শিক্ষকতা শেষে ২০০৯ সালে পুণরায় এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর থেকেই বিদ্যালয়ে লেখাপড়ার মানে বাড়ে উন্নতি। ২০১৪ সালে এই বিদ্যালয়ের ৪২জন শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছিল। জেলায় শ্রেষ্ঠ স্কুল হিসেবে পেয়েছিল মর্যাদার আসন। এরই ধারাবাহিকতায় জেলায় একটি ভাল মানের স্কুল হিসেবে আজ ‘পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম সবার মুখে মুখে।