শ্রীলঙ্কা সফরের অনূর্ধ্ব-১৯ দলে উলিপুরের শাহিন আলম

নিউজ ডেস্কঃ
উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যমুনা পাইকপাড়া গ্রামের মোঃ শাহিন আলম খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। গতকাল ১৩ই অক্টোবর ৫টি ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে সে। ১৭ অক্টোবর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ২৩ অক্টোবর শুরু দ্বিতীয় ও শেষটি। ৩০ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরের ৪টি ওয়ানডে হবে যথাক্রমে ১, ৩, ৬ ও ৯ নভেম্বর।

শাহিনের ক্রিকেটের অগ্রযাত্রা শুরু হয়েছিল কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম থেকে। বাবা মার একমাত্র ছেলে শাহিন। খুবই সাধারণ তাঁদের পরিবার। শাহিনের বাবার নাম মোঃ শাহাদাত হোসেন এবং মায়ের নাম মোছাঃ সতিনা বেগম। শাহিনের পরিবার পাইকপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। শাহিনের বাবা একজন কৃষক। কৃষক বাবা কখনো ভাবতেই পারেননি যে তার ছেলে একদিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলবে তাও আবার শ্রীলঙ্কা গিয়ে। আনন্দে চোখে জল এসে যাচ্ছে শাহীনের মা-বাবার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তৌহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সাজিদ হাসান, শামিম হোসেন, প্রান্তিক নওরোজ, অমিত হাসান, আকবর আলী, মিনহাজুর রহমান, রকিবুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, আসাদুল্লাহ হিল গালিব, শাহিন আলম।

স্ট্যান্ড বাই: প্রিতম কুমার, শাহাদাত হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান, মেহেদী হাসান।