কুড়িগ্রামে স্বপ্নকুঁড়ির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

কুড়িগ্রামে স্বপ্নকুঁড়ির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
“স্বপ্ন দেখি-স্বপ্ন দেখাই” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে সব শ্রেণির মানুষের প্লাটফরম হিসেবে ‘স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টার’- এর শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য্য, খন্দকার মাহফুজার রহমান টিউটর প্রমুখ।
প্রেস ব্রিফিং-এ বলা হয়, জেলা প্রশাসন ও ইউনিসেফ’র সহযোগিতায় শিশু-কিশোর-কিশোরী, বেকার যুব-যুবতীদের আর্থ-সামাজিক উন্নয়নে এবং বেকারত্ব দূরীকরণে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে এই রিসোর্স সেন্টারটি মূখ্য ভূমিকা পালন করবে।
আগামি ৯ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ ‘স্বপ্নকুঁড়ি রিসোর্সং সেন্টার’ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এসময় আরো উপস্থিত থাকবেন ইউনিসেফ’র রাজশাহী-রংপুর অঞ্চলের চীফ অব ফিল্ড অফিস নাজিবুল্ল্যাহ হামীম।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।