কুড়িগ্রামে শুরু হচ্ছে ৩দিন ব্যাপি একুশে বইমেলা

কুড়িগ্রামে শুরু হচ্ছে ৩দিন ব্যাপি  একুশে বইমেলা

মোছাঃ নুসরাত জাহান:

কুড়িগ্রামে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপি অমর একুশে বইমেলা-২০২০। জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভের সামনের মাঠে আগামী ২১,২২ ও ২৩শে ফেব্রুয়ারি এই ৩ দিন ব্যাপি চলবে মেলা।

আজ ১৭ই ফেব্রুয়ারি বিকেল চারটায় জেলা প্রশাসনের কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব নীলু সহ আয়োজক কমিটির সদস্য ও স্টল নিতে আগ্রহী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় মেলায় স্টল বরাদ্দ নেয়ার জন্য আবেদনের তারিখ ১দিন বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত করা হয়।

উল্লেখ্য যে, বিগত কয়েক বছর ধরে শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতনে এই মেলার আয়োজন করা হলেও এবার সেখানে নানান উন্নয়নমূলক কাজ চলমান থাকায় বইমেলা সেখানে করা সম্ভব হচ্ছে না বলে শহরের প্রাণ কেন্দ্র কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভের সামনে স্থান নির্ধারন করা হয়েছে।

২১ফেব্রুয়ারি সকালে মেলার উদ্ধোধন করবেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন এবং ৩দিন ব্যাপী আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা জানিয়েছে আয়োজক কতৃপক্ষ।