নাজিমখান ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষনা

নাজিমখান ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষনা

বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামের  রাজারহাটে নাজিমখান ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে।বুধবার(১৯ ফেব্রুয়ারি বিকালে নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় নাজিমখান ইউনিয়ন পরিষদকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষনা করা হয় ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন, ওসি কৃষ্ণ কুমার সরকার,ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান,তথ্য কর্মকর্তা সোহেলী মারজান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,নাজিমখান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিরু,আরডিআরএস এর রাজারহাট উপজেলার সমন্বয়কারী মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।

সভাপতিত্ব করেন- নাজিমখান ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়া। সভাটি পরিচালনা করেন নাজিমখান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফুল ইসলাম।