বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ইউনিট এর সহযোগিতায় বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  ইউনিট এর সহযোগিতায় বিনামুল্যে  রক্তের গ্রুপ নির্নয়

নিউজ ডেস্ক,
একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্বার বাঁধন এই শ্লোগানকে সামনে রেখে সম্মিলিত রাজারহাট(এক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান) এর উদ্যোগে ও বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ইউনিট এর সহযোগিতায় রোজ সোমবার (৪ সেপ্টেম্বর) মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম এই মহৎ কর্মসুচির শুভ উদ্ধোধন করেন-এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ,প্রেসক্লাব রাজারহাট এর সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,বাঁধন(স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর কেন্দ্রিয় কার্যকরি পরিষদের সাধারন সম্পাদক ইমরান ইমন ও বাঁধন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারন সম্পাদক আরেফিন আল মাসুদ ও দপ্তর সম্পাদক মোস্তাফিজার রহমান জিয়ন,কুড়িগ্রাম সরকারি কলেজ বাঁধন ইউনিটের সভাপতি সুমিত্রা সরকার সম্পা ও সাধারন সম্পাদক এস এম জামিউল খবির, নিবেদক কুমার,শফিকুল ইসলাম, শিক্ষক আসাদুজ্জামান রতন, সোহেল, তৌহিদ,রুবেল, বিকাশ,বেলাল সহ সম্মিলিত রাজারহাট গ্রুপের ফিরোজ সরকার সান,শামীম,আল ইমরান,মেহেদি,নিজামুল,রবিউল,সিফাত, শুভ,ও নোমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *