বিদ্যানন্দ ইউপির টোংগারকুটি গ্রামের পারিবারিক শশ্মানে তাঁকে দাহ করা হয়

বিদ্যানন্দ ইউপির টোংগারকুটি গ্রামের পারিবারিক শশ্মানে তাঁকে দাহ করা হয়

রফিকুল ইসলাম,
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু পরেশ চন্দ্র সরকার (৭০) আর নেই।

তিনি দীর্ঘদিন ধরে কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে ভারতের মাদ্রাজসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন পূর্বে তিনি বাড়িতে ফিরে আসেন। হঠাৎ মঙ্গলবার তিনি স্ট্রোক করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যুকোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ভাই, ৪ বোন, ৩ কন্যাসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, রা. পা. উ. বি’র ম্যানেজিং কমিটির সভাপতি ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি এস. এ বাবলু,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শনিবার সকাল ১০টায় বিদ্যানন্দ ইউপির টোংগারকুটি গ্রামের পারিবারিক শশ্মানে তাঁকে দাহ করা হয়।

One thought on “বিদ্যানন্দ ইউপির টোংগারকুটি গ্রামের পারিবারিক শশ্মানে তাঁকে দাহ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *