স্যারের আদর্শ, শিক্ষা অনেকদিন বেচে থাকবে তার অগণিত ছাত্রের হৃদয়ে

স্যারের আদর্শ, শিক্ষা অনেকদিন বেচে থাকবে তার অগণিত ছাত্রের হৃদয়ে

আব্দুল বাতেন, ব্যাংক কর্মকর্তা

“স্যার আর আমাদের মাঝে নেই ”
সন্ধার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় স্যারের ছবিসহ একটি নিউজ ভেসে বেড়াচ্ছে স্যারের অগণিত ছাত্রের ফেসবুক ওয়ালে। স্যার সত্যিই আমাদের মাঝে নেই এটা ভাবতেই কষ্ট হচ্ছে। আজ ভীষণভাবে মনে পড়ছে ১৯৯৬ সালের কথা। হাইস্কুল জীবনের পাঠ চুকিয়ে এস.এস.সি পরীক্ষার্থী হিসাবে বিদায় বেলায় আমরা সহপাঠীরা যার কাছ থেকে বিদায় নিতে সবচেয়ে বেশী কেদেছিলাম এবং যিনি বেশী কাদিয়েছিলেন সেই শ্রদ্ধেয় পরেশ স্যার আজ ওপারে চলে গেছেন। স্যার বিদায় নিলেও স্যারের আদর্শ, শিক্ষা অনেকদিন বেচে থাকবে তার অগণিত ছাত্রের হৃদয়ে। স্যার যেখানেই থাকুন ভাল থাকুন।

হোসনে মোবারক, এস আই
কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিহ্মক আমার বাবার ক্লাসমেট এবং আমার শ্রদ্ধেয় শিহ্মক পরেশ স্যার আর আমাদের মাঝে নেই,,পৃথিবীর মায়া ত্যাগকরে তিনি চলেগেলেন পরপারে,, ওনার আত্মার শান্তি কামনা করছি,,আপনি ভালো থাকুন ওপারে শ্রদ্ধেয় স্যার,,পিঠ চাপড়িয়ে মাঝেমধ্যে বলতেন ভয়েজচেন্জ ন্যারেশনগুলো দেখে আসবা পরের ক্লাসে,,ওনার সেই হাতের ছোঁয়ায় আজ এতটা পথ আসতে পেরেছি,,,আপনি ভালো থাকুন ওপারে,,সেই সাথে ওনার পরিবারের সকল সদস্যদের প্রতি রইল আমার গভীর সমবেদনা,,, !! আপনাকে স্যালুট !!

One thought on “স্যারের আদর্শ, শিক্ষা অনেকদিন বেচে থাকবে তার অগণিত ছাত্রের হৃদয়ে

  1. স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *