রাজারহাটে ফলদ বৃক্ষ মেলা শুরু

রাজারহাটে ফলদ বৃক্ষ মেলা শুরু

বিশেষ প্রতিনিধিঃ
অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার(৯ই জুলাই) রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলা ২০১৮’ শুরু হয়েছে।

উপজেলা শিশু পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মুহ: রাশেদুল হক প্রধান। উপজেলা কৃষি অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা সিফাত জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু, সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঘোষণা দেন প্রতিদিন মেলায় আগত দর্শণার্থীগণ বিনামূল্যে লাকী কুপন সংগ্রহ করবেন, সমাপনী দিনে ওইসব কুপন থেকে লটারী পূর্বক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।