রাজারহাটে জাতীয় শোক দিবস পালিত

রাজারহাটে জাতীয় শোক দিবস পালিত

রফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৩তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও পুরস্কার বিতরণ করা হয়।

শোক র‌্যালী শেষে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হলরুমে ইউএনও মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আব্দুস ছালাম মাস্টার, সাঃ সম্পাদক আবুনুর মোঃ আক্তারুজ্জামান, ওসি মোখলেসুর রহমান, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ হক্কানী, সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু প্রমূখ।

অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাদ জোহর সদর ইউপির হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুর ১২ঘটিকায় রাজারহাট ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর আয়োজনে শোক র‌্যালী শেষে অফিস কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রকল্পের মনিটরিং অফিসার তৌহিদ রহমান সরকার, প্রেসক্লাবের সাঃ সম্পাদক মোঃ রফিকল ইসলাম, সাজেদুর রহমান প্রমূখ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।