রাজারহাটে বিদ্যুতের সংযোগ পেয়ে আলোকিত ভিক্ষুক লিলিবালার বাড়ী

রাজারহাটে বিদ্যুতের সংযোগ পেয়ে আলোকিত ভিক্ষুক লিলিবালার বাড়ী

বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে গতকাল নিজের অর্থায়নে এক ভিক্ষুকের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দিলেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার।
উপজেলার চাকিরপশার ইউনিয়নের জয়দেব হায়াত গ্রামের সুকারু রায়ের স্ত্রী লিলিবালা(৩০) ভিক্ষাবৃত্তি করে এক মেয়েকে নিয়ে জীবনযাপন করে আসছে। অস্বচ্ছল পরিবার হওয়ায় সুকারুও ঢাকায় ভিক্ষা করে। লিলিবালা ভিক্ষা করতে গিয়ে সে এক পর্যায়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার(জিএম) এর রুমে গিয়ে বলেন, ‘স্যার এলাকায় সবার বাড়ীত বিদ্যুৎ আছে, মোর বাড়ীত বিদ্যুৎ নাই, মোর ছাওয়াটা আন্ধারত(অন্ধকার)লেখা-পড়া করবার পায় না। মোর বাড়িত বিদ্যুৎ দেন স্যার।’ লিলিবালার আকুতি পূর্ণ কথায় মুগ্ধ হয়ে জিএম স্বদেশ কুমার ঘোষ তার বাড়ী পরিদর্শন পূর্বক উপস্থিত থেকে নিজ অর্থায়নে ৪ ডিসেম্বর বিদ্যুৎ সংযোগ করে দেন।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা ভীড় জমায় লিলিবালার বাড়ীতে। এ সময় উপস্থিত ছিলেন-কুড়িলা পবিসের এজিএম এ্যাডমিন তাহমিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, ডিজিএম রথীন্দ্রনাথ বর্ম্মণ, স্থানীয় গণমাধ্যমের কর্মীগণ। পরে উপস্থিত সাংবাদিকদের কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুতের জিএম স্বদেশ কুমার ঘোষ বলেন, ভিক্ষুক লিলিবালার মাসিক বিদ্যুতের বিলটি আমি যতদিন এখানে থাকবো ততদিন নিজে পরিশোধ করবো।