রাজারহাটে বন্যার্তদের পাশে রাজারহাট ফাজিল মাদরাসা

রাজারহাটে বন্যার্তদের পাশে রাজারহাট ফাজিল মাদরাসা

রমেশ চন্দ্র সরকার রাজারহাট ( কুড়িগ্রাম )।

শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদান করাই যে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর প্রধান কাজ নয়,তা প্রমাণ করলো রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজারহাট ফাজিল মাদরাসা। চারিদিকে যখন জলময় সংসার, বানভাসি মানুষের হাহাকার, স্বপ্ন যাদের চুরমার, ঘরের চালে যাদের ঠাঁই এবং সামনে যাদের শুধুই অন্ধকার ঠিক তখনই মহানুভবতার পরিচয় দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে রাজারহাট ফাজিল মাদরাসা।

আজ ২৭ জুলাই শনিবার উপজেলার চর তৈয়বখাঁ ও সোমনারায়ন এলাকার বানভাসি শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মুহাম্মদ হককানী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ। ত্রাণ বিতরণকালে অধ্যক্ষ জনাব মুহাম্মদ হককানী জানান, বানভাসি মানুষের দুঃখে আমরা কাতর,সাধ্যমতো তাদের পাশে থাকবো। আমাদের দেখে অন্যেরাও যাতে অনুপ্রাণিত হয়। এটাই আমাদের প্রত্যাশা। উল্লেখ্য, রাজারহাটের সরিষাবাড়ী, বুড়িরহাট,রামহরি ও ডাংরারহাটের কিছু কিছু এলাকা এখনো প্লাবিত।