রাজারহাটে উৎসবের আমেজ রাত পোহালেই ঈদ

রাজারহাটে উৎসবের আমেজ রাত পোহালেই ঈদ

নিজস্ব প্রতিবেদক:

ত্যাগের মহিমা নিয়ে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা। রাত পোহালেই পবিত্র ঈদ। আর ঘন্টা কয়েক বাদে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হবে ধর্মপ্রাণ মুসুল্লিগণ।

নাড়িরটানে ফিরছে ঘরমুখো মানুষ। রাজারহাটে গ্রাম গুলোতে ঘরমুখো মানুষের পদভারে প্রাণচাঞ্চল্য ফিরে ঈদের উৎসবের আমেজ বিরাজ করছে। ঠিক এই মহুর্তে রাজারহাটে বিপণী বিতাণ গুলোতে আবালবৃদ্ধ বনিতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রাজারহাটের বিভিন্ন হাট বাজার ঘুরে একই চিত্র চোখে পড়ে। ইতিমধ্যে চাঁদ দেখা সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি ১২ আগস্ট ( সোমবার) পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা করে। সরকারি,বেসরকারি ও এনজিও কর্মকর্তা কর্মচারিগণ বেতন বোনাস হাতে পেয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে।

অনেকে কোরবানির পশু কেনা শেষ করেছেন। কথা হয় শিক্ষক জনাব মোঃ আনিছুর রহমান লিটনের সাথে। তিনি জানান, কোরবানির গরু কিনেছি। দামটা একটু বেশি। তবে কোরবানি বলে কথা। বিভিন্ন পশুর হাট সরেজমিনে দেখা যায়, অবৈধ পথে গোবাদি পশু আশা কমে যাওয়ায় দামটা বেশ চড়া। বেশি দাম পেয়ে খামারিরাও অনেকটা খুশি। এদিকে ঈদ ঘনিয়ে আশায় বিপনি বিতান গুলোতে বেচা বিক্রি আস্তে আস্তে বাড়তে থাকে। বিশেষ করে শিশুদের পোশাক, বড়দের শাড়ী, পাঞ্জাবী, থ্রিপিচ শার্ট ও প্যান্ট বেশি বিক্রি হচ্ছে। শেষ মহুর্তের বেচা কেনায় ক্রেতাদের পদভারে ব্যবসায়ীদের দম ফেলার সময় নেই।

শুধু পোশাকাদি নয় নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী ও কোরবানির পশু কাঁটার জন্য ছুরি, বটি,দা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। প্রভাষক জনাব মোঃ বায়োজিদ আলম জানান,। শেষ মহুর্তে বেতন বোনাস পেলাম। কেনাকাটা নিয়ে ব্যাস্ত সময় পার করছি। দাম একটু বেশি তবে তা সাধ্যের মধ্যে আছে।

প্রতি বছরের ন্যায় এবারও রাজারহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ময়েন মিয়াজি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে । এছাড়া পাঠানহাট ঈদগাহ মাঠেও ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন রাজারহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।