রাজারহাটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

রাজারহাটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৩ আগষ্ট (শুক্রবার) শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মতিথি। পুরাণ মতে, শ্রীকৃষ্ণ রূপে আজকের দিনেই জন্ম নিয়েছিলেন বিষ্ণুর অষ্টম অবতার। এই দিনটি হিন্দুরা উপবাস থেকে ঘরে ঘরে গোপাল পুজোর আয়োজন করে।

এ উপলক্ষে রাজারহাটে উপজেলা কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা কেন্দ্রীয় মন্দির হতে সকাল ১১টায় শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু রাম জীবন কুন্ডু সহ নেতৃবৃন্দ প্রমুখ।

এ ছাড়াও শত শত কৃষ্ণভক্ত র‍্যালীতে অংশ নেয়। আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং প্রসাদ বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয়।