রাজারহাটে ৩৮৫ তম স্কাউট ওরিয়েন্টশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রাজারহাটে ৩৮৫ তম স্কাউট ওরিয়েন্টশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আসাদুজ্জামান এইম রতন :

রাজারহাটে একদিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকদেরকে নিয়ে এই কোর্সটি অনুষ্ঠিত হয়। আজ ৩ সেপ্টেম্বর রাজারহাট অফিসার্স ক্লাবে সকাল ১০ টায় কোর্স কর্মসূচির শুরু হয়ে বিকাল ৫ টায় তা শেষ হয়।

দিনব্যাপী জেলা ও উপজেলার বিভিন্ন নামকরা ব্যাজধারীদের প্রেজেন্টেশন উপস্থিত অংশগ্রগণকারীগণ মনোযোগ দিয়ে শোনেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের সাবেক সিনিয়র সচিব ও রাজারহাটের কৃতিসন্তান মোঃ মাহফুজুর রহমান, মোছাঃ সুলতানা পারভীন,জেলা প্রশাসক, কুড়িগ্রাম,মোছাঃ জিলুফা সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুড়িগ্রাম, মুহ. রাশেদুল হক প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ,রাজারহাট, রাজারহাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আশরাফ- উজ – জামান সরকার, কুড়িগ্রাম জেলা স্কাউট নেতৃবৃন্দ, রাজারহাট স্কাউট এর সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ মোল্লা, রাজারহাট মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান আশু, মাদরাসা জেনারেল টিচার আ্যাসোশিয়েশন রাজারহাট শাখার সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান এইম রতন সহ প্রমুখ।

উল্লেখ্য, কোর্সে নিজস্ব প্রেজেন্টেশন তুলে ধরেন সাবেক সিনিয়র সচিব মোঃ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক, কুড়িগ্রাম মোছাঃ সুলতানা পারভীন।

সকল বক্তাগণ স্কাউটিং এর প্রয়োজনীতা তুলে ধরেন এবং রাজারহাটে স্কাউটিং ছড়িয়ে দিতে বিভিন্ন মতামত ও দিকনির্দেশনা দেন।

শেষে অংশগ্রহণকারীদের মাঝে অতিথিবৃন্দ কোর্স সনদ তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ স্কাউট, দিনাজপুর অঞ্চল এর সহোযোগিতা ও বাংলাদেশ স্কাউট, রাজারহাট উপজেলা এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।