রাজারহাট কম্পিউটার সেন্টার (আর.সি.সি) প্রশিক্ষনার্থী ছাত্র/ছাত্রীদের কোর্স সমাপনি বিদায়

রাজারহাট কম্পিউটার সেন্টার (আর.সি.সি) প্রশিক্ষনার্থী ছাত্র/ছাত্রীদের কোর্স সমাপনি বিদায়

।। নিউজ ডেস্ক ।।

রাজারহাট কম্পিউটার সেন্টারটি ২০০৬ সালে প্রতিষ্ঠা লাভ করে হাটি হাটি পা পা করে দীর্ঘ ১৩টি বছর অতিবাহিত করে সুনামের সহিত বিভিন্ন স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড থেকে সরাসরি পরিচালিত হয়ে অদ্যবদি স্বল্প মুল্যে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বেকার

যু’বক-যু’বতীদের কর্মমুখী শিক্ষা প্রদান করাই ছিল মুল লক্ষ্য। তথ্য প্রযুক্তির যুগোপযোগী শিক্ষা বাস্তবায়ন তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভীষন বাস্তবায়নে রাজারহাট কম্পিউটার সেন্টারটি দৃঢ অঙ্গিকারবদ্ধ। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬ মাস মেয়াদী জুলাই টু ডিসেম্বর/১৯ইং সেশনের ছাত্র/ছাত্রীদের কোর্স সমাপনি

ও বিদায়ী অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো: রেজাউল করিম (রেজা) ছাত্র/ছাত্রীদের দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন এবং রেজিষ্ট্রেশন কার্ড ও কলম উপহার দেন, আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার আহবায়ক জনাব মো: আব্দুস ছালাম তিনি নিজ অর্থায়নে একটি ডেক্সটপ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অজয় কুমার সরকার সভাপতি যুবলীগ রাজাহাট চাকির পশার ইউনিয়ন ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ।

সূত্রঃ জনকন্ঠ নিউজ