রাজারহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত

রাজারহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১বার তোপধ্বনি দিয়ে দিবসটির সূচনা হয়।

পরে উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, প্রেসক্লাব রাজারহাট,রাজারহাট বিডি ডট কম ও উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, রাজারহাট স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পূস্পমাল্য অর্পণ করা হয়।

শেষে শহীদ মিনার চত্বরে ইউএনও মোহাঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় প্রমূখ।

অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে সকাল ৮ ঘটিকায় পূস্পস্তাবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাহের উদ্দিন ধনী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান।

একই স্থানে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস ছালাম ও যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহম্মেদ এন্তাজুল পুস্পস্তাবক অর্পণ করেন। শেষে রাজারহাট সদর ইউপির হল রুমে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে সন্ধ্যায় উপজেলা যুবলীগের আয়োজনে সোনালী ব্যাংক চত্বরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, সোনালী ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণিল সাজে সাজানো হয়।