উপজেলা কৃষি কর্মকর্তার গ্রন্থকুটির পাঠাগার ও নার্সারী প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন -রাজারহাট বিডি

উপজেলা কৃষি কর্মকর্তার  গ্রন্থকুটির পাঠাগার ও নার্সারী  প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন  -রাজারহাট বিডি

।। নিজস্ব প্রতিবেদক।।
গ্রন্থ কুটির পাঠাগার, হরিশ্বরতালুক দক্ষিণ,রাজারহাট, কুড়িগ্রাম-এর সদস্যদের যুব উন্নয়ন অধিদপ্তর, রাজারহাটের সহায়তায় উত্তর বঙ্গের ০৭ টি জেলায় বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্নকর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ গ্রহণ কালে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং গ্রন্থকুটির পাঠাগারে বই পাঠের পাশাপাশি সমাজ উন্নয়ন মূলক বিভিন্ন রকম কর্মকান্ডের ব্যাপক প্রশংসা করেন ।

তিনি আরও বলেন- অত্র গ্রন্থাগারের বইয়ের কালেকশন সমূহ অত্যন্ত যুগপোযোগি যা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে সহায়ক হবে। এছাড়াও গ্রন্থকুটির গ্রন্থাগারের পাঠক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও তাদের কার্যক্রম ব্যপক ভাবে বিস্তার লাভ করছে জেনে আনন্দিত হই । আমি অত্র গ্রন্থাগারের উদ্যোগি জনাব আবু সাঈদ মোল্লা এবং এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই ।