দেশের ৫০ লাখ মানুষকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল তিন মাস দেয়া হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের ৫০ লাখ মানুষকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল তিন মাস দেয়া হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক,আগষ্ট,২০,১১.২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী মাস থেকে দেশের ৫০ লাখ মানুষকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল তিন মাস দেয়া হবে। দেশে যেন খাদ্য ঘার্তি না হয় সে জন্য চাল আমদানীর উপর ২৮ ভাগ ট্যাক্স কমিয়ে ২ ভাগ করা হয়েছে। ইতি মধ্যে ১৫ লক্ষ টন খাদ্য আমদানী করা হয়েছে। কাজেই কোন সংকট নেই। আমি ১৯৮১ সাল থেকে কুড়িগ্রামের প্রতিটি উপজেলায়, ইউনিয়নে ঘুরে বেড়িয়েছি। মানুষের দুঃখ কষ্ট দেখেছি। তখন এ অঞ্চলে দুর্ভিক্ষ, মঙ্গা লেগে থাকত। সরকারে না থেকেও আপনাদের পাশে ছিলাম। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে এ জেলার জন্য অনেক উন্নয়ন কর্মসুচি নিয়েছি। যাতে করে গ্রামীন জনপদের মানুষগুলো ভাল থাকতে পারে। অল্প সময়ের মধ্যে কুড়িগ্রাম জেলা খাদ্যে উৎপাদনে উদ্বৃত্ত জেলার মর্যাদা লাভ করে। এখন আর কেউ কুড়িগ্রামকে মঙ্গার জেলা বলে না। আমরা মাঝখানে ক্ষমতায় ছিলাম না। ২০০৮ সালে ক্ষমতায় এসে দেখি আবারও দেশে ৪০ লাখ মে. টন খাদ্য ঘাতি। আমাদের চেষ্টায় দেশে আবারও ৩০ লাখ মে. টন খাদ্য আবারও উদ্বৃত্ত উৎপাদন হয়।
আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাস ১০ টাকা কেজিতে চাল নির্ধারিত কার্ডধারীরা প্রতি মাসে ৩০ কেজি করে পাবেন। সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের এই চাল পাবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *