নিজেই লিখুন জিডি/হারানো ডায়েরী

রাজারহাট বিডি নিউজ ডেস্ক:আগষ্ট ২০,১০.৩৯
মো: জাহাঙ্গীর হোসাইন

G.D/ জেনারেল ডায়েরি লেখার নিয়মঃ
বরাবর,
অফিসার ইনচার্জ
……. থানা
জেলা:…….
বিষয়ঃ সাধারন ডায়েরী করার আবেদন।
জনাব,
যথাযথ সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার থানায় হাজির হইয়া এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যে, গত …/…/১৭ইং তারিখ …… (সময়) ঘটিকার সময়আমার নিম্নোক্ত বর্ননার মালামাল আপনার থানাধীন……… হইতে ……. স্থানে যাওয়ার পথে হারিয়ে যায়।
অতএব, উপরোক্ত বিষয়টি সাধারন ডায়েরীভুক্ত করিতে মহোদয়ের মর্জি হয়।
হারিয়ে যাওয়া মালামালের বিবরনঃ
১।
2।
3।
যদি মোবাইল হয় তাহলে IME
বিনীত
৩। স্বাক্ষর
নাম :
পিতা/ স্বামীর নামঃ
মাতাঃ
ঠিকানাঃ
থানাঃ
জেলাঃ
মোবাইল নং:
(কার্বন সংযোগে 02 কপি সহ থানার ডিউটি অফিসারের নিকট জমা দিন। ডিউটি অফিসার ইহাতে স্বাক্ষর/ জিডি নং লিখে এককপি আবেদনকারীকে প্রদান করিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *