রাজারহাটে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সাথে পুলিশের মত বিনিময় সভা

রাজারহাটে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সাথে পুলিশের মত বিনিময় সভা

এ.এস লিমন:
কুড়িগ্রামের রাজারহাটে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ইমাম,মুয়াজ্জিন, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশের এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ডিসেম্বর) দুপুর ২টায় রাজারহাট থানা চত্ত্বরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার এর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান।

সভায় বক্তারা মাদক,সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল সর্ম্পকে বলেন, আমাদের জীবন দিয়ে হলেও দেশ থেকে জঙ্গিবাদ দমন করতে পুলিশকে সহযোগিতা করব। সেই সাথে পাড়া মহল্লার সবাইকে সচেতন করার লক্ষে কাজ করে যাব।

এ সময় উপস্হিত ছিলেন- রাজারহাট থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান, উপজেলার ৩ শত ৯০ টি মজিদের ইমাম, মুয়াজ্জিন, উপজেলা ১২০টি মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দরা।