রাজারহাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা

বিশেষ প্রতিনিধি:

রাজারহাট উপজেলার ফরকেরহাট নামক বাজার হতে ৩ কিমি পুর্বে প্রত্যন্ত কৈকুড়ি নামক স্থানে জনৈক মুকুল নামে একজন কসাই দীর্ঘদিন ধরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। ঈদুল ফিতরের প্রাক্কালে আজ মঙ্গলবার কসাই মুকুল একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছেন মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অভিযুক্ত কসাই মুকুল ও তার কর্মচারীদের মাংস সহ গ্ৰেফতার করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হতে গরুর সুস্থতার প্রমাণ স্বরূপ প্রত্যয়ন নেয়া হয়েছে কিনা জানতে চাইলে উক্ত কসাই মুকুল তা দেখাতে অপারগতা প্রকাশ করেন। তাই, ভেটেরিনারি সার্জন কর্তৃক সুস্থতার প্রত্যয়ন না থাকায় উক্ত জবাইকৃত গরুর মাংস বিক্রি ও খাওয়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মর্মে স্যানিটারি ইন্সপেক্টর ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মতামত প্রদান করেন। পরবর্তীতে জব্দকৃত ১০৫ কেজি মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয় এবং অভিযুক্ত জনাব মোঃ মুকুল কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।