রাজারহাটে রোজার শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম):

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মানুষের হৃদয় কপাটে নাড়া দিচ্ছে ঈদ। আর ঘন্টা কয়েক বাদে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হবে ধর্মপ্রাণ মুসুল্লিগণ। নাড়িরটানে ফিরছে ঘরমুখো মানুষ। এদেশে গ্রাম গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে ঈদের আমেজ বিরাজ করছে। ঠিক এই মহুর্তে রাজারহাটে বিপণী বিতাণ গুলোতে আবালবৃদ্ধ বনিতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

রাজারহাটের বিভিন্ন হাট বাজার ঘুরে একই চিত্র চোখে পড়ে। হাসি শাড়ীঘর এর স্বর্তাধিকারী জনাব মোঃ হারুন অর রশিদ জানান, এবারে ঈদে বেচা বিক্রি গতবারের তুলনায় একটু বেশি। ১৫ রোজার পর থেকে বিক্রি আস্তে আস্তে বাড়তে থাকে। বিশেষ করে শিশুদের পোশাক, বড়দের শাড়ী, পাঞ্জাবী, থ্রিপিচ শার্ট ও প্যান্ট বেশি বিক্রি হচ্ছে। শেষ মহুর্তের বেচা কিনায় ক্রেতাদের পদভারে ব্যবসায়ীদের দম ফেলার সময় নেই। শুধু পোশাকাদি নয় নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রীও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। কথা হয় একজন ক্রেতা প্রভাষক জনাব মোহাম্মদ আলী এটমের সাথে। তিনি জানান, রোজার শেষ মহুর্তে বেতন বোনাস পেলাম। কেনাকাটা নিয়ে ব্যাস্ত সময় পার করছি। দাম একটু বেশি তবে তা সাধ্যের মধ্যে আছে।