রাজারহাটে উপজেলা সদরের কাছাকাছি স্টেডিয়াম চেয়ে মানবন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

রাজারহাটে উপজেলা সদরের কাছাকাছি স্টেডিয়াম চেয়ে মানবন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

আসাদুজ্জামান এইম রতন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রতিশ্রুত প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) এর বরাদ্দকৃত রাজারহাট উপজেলার মিনি স্টেডিয়ামটি রাজারহাট উপজেলা সদর এর কাছাকাছি জায়গায় এবং দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ এর দাবিতে মানববন্ধন কর্মসূচী, গণসাক্ষর ও স্মারকলিপি প্রদান করা হয়।

৩০ জুন ( রবিবার) দুপুর বারটায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে “রাজারহাটের সাধারণ খেলোয়ার ও সর্বস্তরের সাধারণ জনগণ” নামক কমিটির ব্যানারে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন খেলোয়াড়, সাধারণ মানুষ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ অসংখ্য মানুষ।

মানববন্ধনে বক্তারা মিনি স্টেডিয়াম রাজারহাট সদরের কাছাকাছি হওয়ার যৌক্তিকতা, গুরুত্ব ও খেলাধূলার প্রয়োজনীতাসহ দ্রূততম সময়ের মধ্যে নির্মাণ এর জোর দাবি তুলে ধরেন।

কর্মসূচীর আহবায়ক ও রাজারহাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আমরা সাকিব আল হাসানের মতো দেশসেরা খেলোয়ার রাজারহাটে দেখতে চাই এজন্য স্টেডিয়ামটি অতীব প্রয়োজন। কাছাকাছি হলে পুরো উপজেলার মানুষের মিলনমেলা হবে এই স্টেডিয়ামটি। বর্তমান রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান দুজনেই ক্রীড়াপ্রেমী মানুষ আমরা তাদের কাছে জোর দাবি জানাচ্ছি যেনো স্টেডিয়ামটি উপজেলার কাছাকাছি কোনো জায়গায় নির্মিত হয়। তিনি স্টেডিয়াম বরাদ্দ এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষক ও সংবাদকর্মী আসাদুজ্জামান এইম রতন তার বক্তব্যে বলেন, রাজারহাট থেকে মাদক – সন্ত্রাস নির্মূল করতে চাইলে আগামী প্রজন্মের কিশোর, তরুণ ও যুবকদের সুস্থ নির্মল বিনোদন খেলাধূলায় মনোনিবেশ করাতে হবে, তাদেরকে ব্যস্ত রাখতে হবে। আর পাশাপাশি অপার সম্ভাবনার এই প্রজন্মদের খেলাধুলার সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়ার দ্বায়িত্বও নিতে হবে নীতিনির্ধারকদের। রাজারহাটে সকল ইউনিয়নের মানুষের প্রয়োজনীয় অবাধ যাতায়ত, নিরপেক্ষ ভেন্যু এবং খেলাধুলা ছাড়া বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সভা সমাবেশ, আন্তঃস্কুল /কলেজ /মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতার মাঠ হিসেবে গুরুত্ববহন করবে এই স্টেডিয়ামটি বলে তিনি উল্লেখ করেন।

রাজারহাট সদরের কাছাকাছি স্টেডিয়াম নির্মিত হলে রাজারহাটে খেলাধুলার বিপ্লব ঘটবে বলে বক্তব্য প্রদান করেন রাজারহাট ক্রীড়া সংস্হার যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চাকিরপশার ইউনিয়ন যুবলীগ নেতা অজয় সরকার, ক্রীড়া সংগঠক মেহেদুল করিম সাগর, আব্দুর রউফ, মোঃ মোজাফফর হোসেন, সুমন বসুনীয়া, লিটন রায়, গোপন রায় প্রমুখ।

মানববন্ধন শেষে কমিটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষর এর কপি ও স্মারকলিপি প্রদান করেন।