রাজারহাটে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে!

রাজারহাটে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে!

রমেশ চন্দ্র সরকার:

দীর্ঘদিন যাবৎ এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) না হওয়ায় রাজারহাট উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্রমশ বিলীন হতে চলছে।

এনিয়ে শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ভেঙ্গে পড়েছে এবং মাটির সাথে মিশে গেছে।

বিভিন্ন তথ্যমতে, রাজারহাট উপজেলায় নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৭টি। এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৫টি,মাদরাসা ৩টি, টেকনিক্যাল স্কুল ১টি,কলেজিয়েট স্কুল ২টি ,ভোকেশনাল ২টি ও মহাবিদ্যালয় ৪টি।

২০১৯-২০২০ অর্থ বছরে ২৭৪৩টি নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনুদান প্রাপ্ত ১৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার সরকারি সিদ্ধান্তে শিক্ষক/কর্মচারীদের মধ্যে আশার আলো জাগলেও শেষ পর্যন্ত এমপিও নামক সোনার হরিণটি কাদের ভাগ্যে জুটবে তা নিয়ে উৎকন্ঠা দেখা গেছে।

কথা হয় বিদ্যানন্দ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ আক্তারুজ্জামানের সাথে।

তিনি জানান,আমাদের প্রতিষ্ঠানটির অবকাঠামো, শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফল সন্তোষজনক কিন্তু এমপিওভুক্তি না হওয়ায় মানবেতর জীবন যাপন করছি।

প্রসঙ্গগত সর্বশেষ ২০১০ সালে ২৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়।